সিলেট সফররত প্রধানমন্ত্রী শাহজালাল-শাহপরাণ জিয়ারত করলেন
সিলেট সফররত প্রধানমন্ত্রী শাহজালাল-শাহপরাণ জিয়ারত করলেন

সিলেট সফররত প্রধানমন্ত্রী শাহজালাল-শাহপরাণ জিয়ারত করলেন

বিডি নিউজ ৬৪: সিলেট সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (র.) ও শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করেছেন। আজ বুধবার বেলা ১১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে প্রথমে শাহজালাল এবং পরে শাহ পরাণের মাজারে যান সরকারপ্রধান। এ সময় মাজারে স‍ূরা ফাতেহা পাঠ ও দুই রাকাত নফল নামাজ আদায় করেন শেখ হাসিনা। দুই আউলিয়ার মাজারে তিনি কিছু সময় অতিবাহিত করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন। মাজার জিয়ারতের পর জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে গঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানে যোগ দিতেই বেলা ১১টার পর তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছান। এর আগে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৬০১) সকাল ১১টায় এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর কড়া নিরাপত্তায় সেখান থেকে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতে যান। সিলেট সফর শেষে বিকালেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে দেয়ালে দেয়ালে টানানো হয়েছে পোস্টার। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী।

চলতি বছর সিলেটে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর এটি। এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন তিনি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেট মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী যেসব সড়ক দিয়ে যাবেন, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *