বিডি নিউজ ৬৪: যশোরে তারিফুল ইসলাম (৩০) নামে এক মাদক বিক্রেতাকে ধরে নিয়ে পুলিশ পায়ে গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের দাবি, অভিযানকালে পাল্টাপাল্টি গুলিতে ওই মাদক বিক্রেতা আহত হয়েছে। এ সময় তার সহযোগী তিলককে (২৯) আটক করা হয়েছে। তবে তারিফুল ইসলামের দাবি, পুলিশ তাকে ধরে নিয়ে গুলি করেছে। গুলিবিদ্ধ তারিফুল ইসলাম বালিয়া ভেকুটিয়া এলাকার আবদুর রশিদের ছেলে। আটক তিলক তার সহযোগী। তিনি বালিয়া ভেকুটিয়ায় এলাকার উপশহরের স ম সাঈদ খোকনের ছেলে।
গুলিবিদ্ধ তারিফুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল গুলি ও ম্যাগজিন পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। যশোর উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রহিম জানান, উপশহরের সাত নম্বর সেক্টরের ১৯ নম্বর বাড়িতে মাদক বিক্রি হচ্ছে জানতে পেরে পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।
পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক বিক্রেতা তারিফুল ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হন। তাকে আটক করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। একইসঙ্গে আটক করা হয় তিলককে। এসআই আবদুর রহিমের দাবি, মাদক বিক্রেতাদের গুলিতে দুই পুলিশ আহত হয়েছে। তবে তাদের কোন হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা তিনি জানাননি। সে প্রশ্নের সদুত্তর দিতে পরেননি তিনি।