আশুলিয়ায় অগ্নিদগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
আশুলিয়ায় অগ্নিদগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় অগ্নিদগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিদগ্ধ রোগীদের সব ধরনের চিকিৎসা সেবার খরচ বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবেন তিনি। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে এসে আশুলিয়ার সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান এ কথা জানান। তিনি বলেন, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় অগ্নিদগ্ধ রোগীদের সব ধরনের চিকিৎসা সেবার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। সিলেট থেকে ফিরে দগ্ধদের ২০ হাজার টাকাও দেবেন।

এরআগে একই দিন সকালে ঢামেকে দগ্ধদের ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও আশুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জন আহত হন। তাদের মধ্যে ২০ জন নারী শ্রমিককে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট ও বাকিদের এনাম মেডিকেলসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *