বিডি নিউজ ৬৪: অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আসন্ন সিটি ডার্বিও আগে রেখে রিয়াল মাদ্রিদের জন্য সুখবর! হাঁটুর ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন সার্জিও রামোস। এ ইনজুরির কারণে বেশ কিছু দিন যাবত মাঠের বাইরে ছিলেন তিনি। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ওই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। রামোস ছাড়াও অনুশীলনে ফিরেছেন দলের আরো কয়েকজন খেলোয়াড়।
ইনজুরি থেকে সময়মতই মুক্তি পেয়েছেন রামোস। সোমবার ক্লাব অনুশীলনে কোন ধরনের সমস্যা ছাড়াই অংশ নিয়েছেন স্প্যানিশ এ ডিফেন্ডার। যা কোচ জিনেদিন জিদানের জন্য সময়োচিত অনুপ্রেরণা। হ্যামস্ট্রিং সমস্যায় পড়া আরেক ডিফেন্ডার পেপেও অনুশীলনে অংশ নিয়েছেন। তবে মূল দলের সঙ্গে নয়, রিজার্ভ দলের সঙ্গেই অনুশীলন করেছেন তিনি। ইনজুরিতে পড়া দলের আরো দুই তারকা করিম বেনজেমা ও ক্যাসেমিরো ক্রমেই সুস্থ হয়ে ওঠেছেন। মাত্তেও কোভাচিচ ও টনি ক্রোসও ইনডোর অনুশীলনে অংশ নিয়েছেন।
এই মুহুর্তে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান রচনা করে লা-লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ছয় পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের চতুর্থস্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।