বিডি নিউজ ৬৪: বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজ দিনের প্রথম খেলায় বরিশাল বুলসের সামনে বেশ শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চিটাগং ভাইকিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। মুশফিক বাহিনীর সামনে টার্গেট ১৬৪ রান।
ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই শুভাশীস রায়ের শিকারে পরিণত হন ওপেনার জস কব (৬)। এরপর ক্রিজে আসেন গতকালের হাফ সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফীস। দাউয়িদ মালানকে সঙ্গে নিয়ে বিপদ কাটিয়ে ওঠেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১.২ ওভারে বরিশাল বুলসের সংগ্রহ ৮০ রান। নাফীস ৩৩ বলে ৩৬ রান এবং দাউয়িদ ২৩ বলে ২৭ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে তামিম ইকবালের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস।