ভারত পিছিয়ে থেকেই অল আউট হয়ে গেল
ভারত পিছিয়ে থেকেই অল আউট হয়ে গেল

ভারত পিছিয়ে থেকেই অল আউট হয়ে গেল

বিডি নিউজ ৬৪: জোড়া সেঞ্চুরিতেও ইংল্যান্ডের গড়া রানের পাহাড় অতিক্রম করতে পারল না স্বাগতিক ভারত। লেগস্পিনার আদিল রশিদের ঘূর্ণিতে শেষ পর্যন্ত ৪৯ রান দূরে থেকেই অলআউট হয়ে যায় ভারত। এর আগে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরির সুবাদে ৫৩৭ রানের পাহাড়সম স্কোর করেছিল ইংল্যান্ড।

ভারতের প্রথম ইনিংসের প্রথম দুই দিনে দেখা গিয়েছিল ব্যাটিং ঝলক। সেঞ্চুরি তুলে নেন মুরালি বিজয় (১২৬) এবং চেতেশ্বর পুজারা (১২৪)। দলীয় ২৭৭ রানে সাজঘরে ফেরেন পুজারা। ৪৫ রানের ব্যবধানে ফেরেন অপর সেঞ্চুরিয়ান মুরালি বিজয়। ৪ উইকেটে ৩১৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ভারত।

এরপর চতুর্থ দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে স্বাগতিকরা। রানের খাতা খোলার আগেই ফিরে যান অমিত মিশ্র। ১৩ রান করে জাফর আনসারির বলে বোল্ড হয়ে ফেরেন আজিঙ্কা রাহানে। হিট উইকেটের শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি (৪০)। এদের মধ্যে কিছুটা ধস প্রতিরোধের চেষ্ঠা করেন রবিচন্দ্রন অশ্বিন। শেষ পর্যন্ত মঈন আলীর বলে ব্যাক্তিগত ৭০ রানে জাফর আনসারির হাতে ধরা পড়েন। চতুর্থ দিনে টি ব্রেকের আগেই সবকটি উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৪৮৮ রান। এখন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংই বলে দেবে এই ম্যাচের ভাগ্যে কি ড্র লেখা আছে, নাকি অন্য কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *