বিডি নিউজ ৬৪: ভারতে মাত্র দু-দিন হয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়েছে। এর মধ্যেই অঢেল অচল টাকার নোট ব্যাংকে না-গিয়ে, গড়াগড়ি খাচ্ছে রাস্তায়। বৃহস্পতিবার সকালে ভারতের পুনের এক রাস্তার ধারে আবর্জনার স্তূপ থেকে মিলেছে শুধু হাজারের নোটে ঠাসা এক ব্যাগ টাকা। এদিন সকালে এক কাগজকুড়ানি টাকার ব্যাগটি পেয়ে বিস্মিতই হন। দেখা যায়, ব্যাগে রয়েছে মোট ৫২ হাজার টাকা। সবক’টিই এক হাজার টাকার পুরনো নোট।
এদিন সকালে পুনের ল কলেজ রোড লাগোয়া বাই-লেন থেকে এই টাকার ব্যাগটি পাওয়া গেছে। প্লাস্টিকের প্যাকেটে ময়লার সঙ্গেই হাজার টাকার নোটের বান্ডিল কেউ ফেলে দিয়ে যায়। এক বৃদ্ধা কাগজকুড়ানির নজরে পড়ায় সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। তার পরেই পুলিশ সেখানে গিয়ে টাকার ব্যাগটি থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, কে ওই টাকার ব্যাগটি ময়লার স্তূপে ফেলে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া নোটগুলো আসল কি না, তা-ও পরীক্ষা করা হচ্ছে।