নীলফামারীতে অগ্নিকাণ্ডে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
নীলফামারীতে অগ্নিকাণ্ডে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নীলফামারীতে অগ্নিকাণ্ডে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বিডি নিউজ ৬৪: নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে তিন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের হাজির হাট গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের সুলতান আলীর ছেলে বাদশা আলমের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে বাদশা আলমের দুটি, আনোয়ারুল ইসলামের দুটি এবং আজহারুল ইসলামের একটি টিনের ঘরসহ ঘরে থাকা সর্বস্ব পুড়ে যায়। স্থানীয়রা জানায়, খবর পেয়ে কিশোরগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান ঘটনাস্থল পরির্দশন শেষে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন বলে জানান ইউপি চেয়ারম্যান। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেদওয়ানুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় ওই গ্রামের বেশ কিছু বাড়িঘর রক্ষা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *