বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর এবং গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলা করে তাদের বাড়িঘর পোড়ানো, লুটপাট করা ও পুলিশি হামলায় নিহত হবার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু করে রেজিস্টার অফিস ঘুরে নতুন কলা ভবনের পাশে সমাবেশ করে।
মিছিল পরবর্তী সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম এবং সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক হেলাল অনিক। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন সম্পদ মার্ডী, রেং ইয়ং ¤্রাে, নিশাত তাসনিমসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, দেশ স্বাধীন হলেও এখনও এই দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলো স্বাধীনভাবে বাঁচার সুযোগ পাচ্ছে না। বেঁচে থাকলে এদের ভোট এবং এদেরকে মেরে বা উচ্ছেদ করে এদের জমি দখল করে ফায়দা নিচ্ছে এই দেশের ক্ষমতাশীলরা। বিভিন্ন সময় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটার পরেও দোষীদের কোন বিচার হচ্ছে না। বরঞ্চ সাধারণ মানুষের ভিতর এরা সাম্প্রদায়িকতার জিকির তুলে বারবার এই একই অপরাধ করে যাচ্ছে ।
সমাবেশের সভাপ্রধান মাসুক হেলাল অনিক তার বক্তব্যে বলেন, এই দেশের সরকার একটি অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার এবং এই ঘটনাগুলো আবার প্রমান করে তারা সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার দিতে চায় না। একটি অসাম্প্রদায়িক ও বিভেদহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংকল্প নিয়ে এই রাষ্ট্রের জন্ম হলেও দেশকে আজ তারা ঠেলে দিচ্ছে সাম্প্রদায়িকতার ভিতর। এই সরকার প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু বাস্তবে এরা বিভেদগুলো বাড়িয়ে দিয়ে এই দেশকে তারা পুঁজিপতিদের লুটপাতের জন্য অবারিত করে দিচ্ছে ।
সমাবেশে আহবান জানানো হয়, অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।