মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত
মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত

মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত

বিডি নিউজ ৬৪: পিরোজপুরের মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। জাগো লক্ষ নূর হোসেন নামের সংগঠন ও মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার মঠবাড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার আগে শহীদ নূর হোসেনের পৈত্রিক নিবাস মঠবাড়িয়ায় তাঁর স্মৃতি রক্ষায় সাত দফা দাবি জানিয়ে ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়।

মিছিল শেষে মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন তরুণ কবি মো. মেহেদী হাসান, জাগো লক্ষ নূর হোসেন’র রাইদুল ইসলাম বাবুল, সাকিল আহম্মেদ অলি, মেহেদী হাসান বেলাল, জাবিদ রিফাত প্রমুখ। বক্তারা বলেন, “মঠবাড়িয়ার কৃতি সন্তান শহীদ নূর হোসেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অবিস্মরণীয় বীর। তিনি মঠবাড়িয়ার কৃতি সন্তান হলেও আমরা আজো এই বীর সন্তানের যথাযথ স্মৃতি রক্ষা করতে পারিনি। তাঁর স্মৃতি রক্ষায় গড়ে ওঠা জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের পক্ষ থেকে নূর হোসেনের স্মৃতি রক্ষায় সাত দফা দাবি জানিয়ে আসছে।

দাবিগুলো হলো মঠবাড়িয়া-সাপলেজা সড়ক শহীদ নূর হোসেন সড়ক নামকরণ, মঠবাড়িয়া পৌর শহরের দৃশ্যমান স্থানে নূর হোসেনের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ, নূর হোসেনের নামে একটি আধুনিক ডিজিটাল পাঠাগার নির্মাণ, স্থানীয় প্রতিটি রাজনৈতিক ও সামজিক সংগঠনের উদ্যোগে প্রতিবছর নূর হোসেন দিবস পালন, প্রতিবছর ১০ নভেম্বর মঠবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নূর হোসেন দিবসে কর্মসূচির আয়োজন, প্রতিবছর মঠবাড়িয়ায় নূর হোসেনের নামে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও মঠবাড়িয়ায় শহীদ নূর হোসেনের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।

এ বিষয়ে জাগো লক্ষ নূর হোসেন নামের সংগঠনের আহ্বায়ক মো. রাসেল সবুজ বলেন, “শহীদ নূর হোসেনের পৈত্রিক বাড়ি মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনীয়া গ্রামে। তাঁর বাবা মো. মুজিবুর রহমান ও মা মরিয়ম বিবি স্বাধীনতার পর থেকে ঢাকায় বসবাস করে আসছেন। নূর হোসেন মঠবাড়িয়ার কৃতি সন্তান হিসেবে তাঁর স্মৃতি রক্ষার দায়িত্ব আমাদের। তাই তাঁর স্মৃতি রক্ষায় সাত দফা দাবি বাস্তবায়ন চাই। আমরা মনে করি রাজনীতি যার যার নূর হোসেন আমাদের সবার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *