সিটিং সার্ভিসের 'প্রতারণা' ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে মানববন্ধন
সিটিং সার্ভিসের 'প্রতারণা' ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে মানববন্ধন

সিটিং সার্ভিসের ‘প্রতারণা’ ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: রাজধনীতে সিটিং সার্ভিসে প্রতারণা বন্ধ ও  অর্ধেক ভাড়া চালুর দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এর আগে ফেসবুকে একটি ইভেন্ট খুলে বেশকিছুদিন ধরে ব্যাপক প্রচারণা চালানো হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা যোগাযোগ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে শিক্ষার্থী ৩ দফা দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো- সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সকল বাসে বাধ্যতামূলক হাফ ভাড়া চালু, সাধারণ জনগণের জন্য সরাকরি গণ পরিবহন বৃদ্ধির ও অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করা এবং সিটিং সার্ভিসের সঠিক সার্ভিস প্রদান করতে হবে।

আজ জাতীয় প্রেসক্লাবে মানবন্ধনে  শিক্ষার্থীরা বলেন, ‘সিটিং সার্ভিসের নামে রাজধানীতে চলছে চিটিং সার্ভিস। সিটিং সার্ভিস লিখে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ছাত্রদের থেকে হাফ ভাড়া নেয়ার কথা থাকলেও তারা তা নিচ্ছে না উল্টে এই বিষয়ে কথা বলতে গেলে বাসের চালক, হেল্পার ও মালিক পক্ষের ভাড়াটে গুন্ডাদের হাতে আহত হতে হয় আমাদের।’

সিক্ষার্থীরা দাবি করেন,  সিটিং সার্ভিসে কাউন্টার ব্যতিত না থামা ও সিটের অতিরিক্ত যাত্রী না উঠানোর নিয়ম থাকলেও তার কোনটাই  মানে না এই সব সিটিং সার্ভিস নামধারী বাসগুলো।  ‘সিটিং সার্ভিস’ সার্ভিস চালানোর কোনও নিয়ম না থাকলেও অধহিকাংশ বাস এখন সিটিং সার্ভিস নাম দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *