বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে অন্য দেশকে খুশি করতে সরকার
বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে অন্য দেশকে খুশি করতে সরকার

বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে অন্য দেশকে খুশি করতে সরকার

বিডি নিউজ ৬৪: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাংলাদেশের জন্য সবদিক দিয়ে ক্ষতিকর উল্লেখ করে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্যই সরকার অন্য দেশকে খুশি করতে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ‘সুন্দরবন : সর্বনাশের আরেক নাম রামপাল বিদ্যুকেন্দ্র’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক উইং।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র হচ্ছে ভারতীয় ব্যাংকের চড়া ঋণে। আবার সবদিক দিয়ে অর্ধেক সুবিধাও নেবে ভারত। বিষয়টা খুবই রাজনৈতিক। একে বন্ধ করতে চাইলে রাজনৈতিক আন্দোলনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে তা আক্ষরিক অর্থেই বাংলাদেশে অর্থনৈতিক ও প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনেরও ক্ষতি হবে।

দেশ নিয়ে বাজি খেলা চলছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, ইতিমধ্যে আমাদের চেয়ারপারসন রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের ব্যাপারে অনেক কথা যুক্তি তুলে ধরেছেন। পরিবেশবিদ, বিজ্ঞানী, বিশিষ্ট নাগরিক, সবাই রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানিয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করা হচ্ছে দুর্নীতি করার জন্য। কোটি টাকার কাজ এক লাখ টাকায় দেওয়া হচ্ছে বিদেশি কম্পানিকে। মূলত তাদের খুশি করতেই এসব করা হচ্ছে।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে গোল টেবিলে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক আজিজুর রহমান, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আক্তার হোসেন খান, বিএনপি নেতা আব্দুল আউয়াল খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *