সেরেনা ও মারে দ্বিতীয় রাউন্ডে

বিডি নিউজ ৬৪: উইম্বলনের চ্যাম্পিয়ন ও রিও অলিম্পিকের সোনাজয়ী অ্যান্ডি মারে ইউএস ওপেনের শুরুটাও করলেন দারুণভাবে। অলিম্পিকে ব্যর্থ সেরেনা উইলিয়ামস বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে জিতেছেন সহজেই। দুই বিভাগের অন্যতম সেরা দুই তারকা চলে গেছেন ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে।

মঙ্গলবার রাতে মেয়েদের টেনিসে বিশ্বের এক নম্বর সেরেনা জিতেছেন সরাসরি সেটে। ২৯তম র‌্যাঙ্কের একাতেরিনা মাকারোভাকে তিনি হারিয়েছেন ৬-৩, ৬-৩ এ। গত কিছুদিন ধরে কাঁধের সমস্যায় ভুগলেও মার্কিন সুপারস্টার সেরেনা সাবলীল খেলা খেলেছেন নিউ ইয়র্কের আসরের প্রথম রাউন্ডে। মাত্র ৬৩ মিনিট লেগেছে তার জয় নিয়ে কোর্ট ছাড়তে। রুশ এই তারকাকে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডেও হারিয়েছিলেন সেরেনা।

১৯৯৯ সালে প্রথম এই হার্ড কোর্টে শিরোপা জিতেছিলেন সেরেনা। সেখানে রেকর্ড সপ্তম শিরোপার মিশন শুরু করেছেন তিনি। এই শিরোপা জিতলে টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড হবে তার। এখন জার্মানির কিংবদন্তি স্টেফি গ্রাফের সাথে রেকর্ডটা ভাগাভাগি করছেন। এরপর সেরেনার সামনে থাকবে মার্গারিট কোর্টের ২৪ মেজর শিরোপা জয়ের সর্বকালের রেকর্ড।

অল ইংল্যান্ড ক্লাবে এই বছর ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন মারে। এরপর রিওতে গিয়ে ধরে রেখেছেন ২০১২ লন্ডন অলিম্পিকে জেতা সোনা। উন্মুক্ত যুগে এক ক্যালেন্ডার বছরে চারটি মেজর আসরেরই ফাইনালে ওঠা চতুর্থ পুরুষ খেলোয়াড় হওয়ার দিকে এখন চোখ মারের। চেক লুকাস রোসোলকে ৬-৩, ৬-২, ৬-২ এ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে গেছেন তিনি। এদিন আরো জিতেছেন ভেনাস উইলিয়ামস, আগনিয়েস্কা রাদাওয়াস্কা, সিমন হালেপ। পুরুষ বিভাগে জিতেছেন স্তান ওয়ারিঙ্কা, কেই নিশিকোরি, হুয়ান মার্তিন দেল পোত্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *