বিডি নিউজ ৬৪: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবারও বাতিল হলো পায়রা বন্দরের অনুষ্ঠানিক পণ্য খালাস কার্যক্রম। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানান, শুক্রবার সকালে গভীর সমুদ্রে নঙর করা মাদার ভ্যাসেল থেকে লাইটার জাহাজে করে পণ্য খালাস সম্ভব হচ্ছে না।
পায়রা বন্দর শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান জানান, একই কারণে গভীর সমুদ্রে পাথর নিয়ে অবস্থান করা মাদার ভ্যাসেল ফরচুন বার্ডে সার্ভে করতে পারেনি। তবে আবহাওয়া ভালো হলে তারা যেকোনো সময়ে রওনা করতে পারেন। শুল্ক কর্তৃপক্ষের সার্ভে রিপোর্ট দাখিলের পর পণ্য খালাস শুরু হবে।
উল্ল্যেখ্য গত ১ আগস্ট বিকেলে ৫৩ হাজার টন পাথর নিয়ে পায়রা বন্দরের ৪২ নটিকেল মাইল দূরে নোঙ্গর করে চীনা জাহাজ ফরচুন বার্ড। এর মাধ্যমে পায়রা বন্দরের প্রথম পণ্য খালাস কার্যক্রম শুরু হবার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।