বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসী-জঙ্গিরা দেশ থেকে পালাবে।
মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে পেশাজীবী ও সরকারি কর্মচারীদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘যারা বাংলা ভাইয়ের জন্ম দেয়, জঙ্গি লালন করে; তাদের মুখে ঐক্যের কথা শুনলে হাসি পায়। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, জাতীয় ঐক্য হয়ে গেছে। স্থানীয় পর্যায়ে কমিটি হয়েছে, হচ্ছে। নতুন করে ঐক্যের কোনো প্রয়োজন নেই।’
একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, ‘জামায়াতের এদেশে রাজনীতি করার অধিকার নেই। কারণ তারা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। দেশের মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে।’ এ সময় তিনি খালেদা জিয়াকে জামায়াতের অঘোষিত আমির বলে আখ্যায়িত করেন।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদের জন্মদাতা হলো স্বাধীনতা বিরোধীরা। অতীতেও তারা সন্ত্রাসবাদ কায়েম করেছিল। বর্তমানেও তারা সক্রিয় রয়েছে।’
পেশাজীবীদের করণীয় সম্পর্কে নৌমন্ত্রী বলেন, ‘প্রতিটি অফিসে তথ্য সংগ্রহ সেল করতে হবে। তারা স্বাধীনতাবিরোধী সন্ত্রাসীদের তথ্য সংগ্রহ করে সরকারকে দেবেন। নিজের পরিবার, আত্মীয়-স্বজনদের সঙ্গে জঙ্গিবাদ বিরোধী আলোচনা করতে হবে। জঙ্গি অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে হবে।’
অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্য শুরুর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত পেশাজীবীদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর প্রমুখ।