বিডি নিউজ ৬৪: মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে লার্নিং অ্যান্ড আর্নিং শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সুশীলন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে।
সুশীলনের সহকারী পরিচালক সচ্চিদানন্দের বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হাসান এবং এনডিসি মোহাম্মদ নুর এ আলম। কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়েব ডেভলপার জয় সরকার ও চয়ন সরকার। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ প্রদান করা হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।