বিডি নিউজ ৬৪: বাসের ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বাস শ্রমিকরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে এ ঘটনার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থীর নাম রায়হানুল ইসলাম রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রানার বন্ধু অমিত হাসান বলেন, ‘আমরা ২য় বর্ষের ১ম সেমিস্টারের ৬ জন বন্ধু পাবনা ঘুরতে গিয়েছিলাম। রোববার সন্ধ্যায় আমরা পাবনার দাশুড়িয়া থেকে ‘রিচি পরিবহন’ নামের বাসে উঠি। ৬ জনের ভাড়া ৪৮০ টাকা হলেও আমাদের বাসে সিটের ব্যবস্থা করে দেননি সুপারভাইজার। সেজন্য আমরা ৪২০ টাকা ভাড়া দেই। পরে ভাড়া দেবার সময় সুপারভাইজার এবং আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়।’
তিনি আরো বলেন, ‘পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে আমরা নামতে চাইলে সুপারভাইজার বাসের দরজা আটকে দেন। তবে তালাইমারিতে আমাদের ৪ জন শিক্ষার্থী নেমে যেতে সক্ষম হলেও বাকি দুজনকে নিয়ে বাসটি রেল স্টেশন এলাকায় চলে যায়। সেখানে বাস থেকে নেমে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও রায়হানুলকে বেধড়ক মারধর করে রিচি বাসের শ্রমিকরাসহ আরো ২০-২৫ জন বাস শ্রমিক। পরে পুলিশ রায়হানুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’
এদিকে শিক্ষার্থী পেটানোর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা বাস শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বলে জানা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘এভাবে প্রায় নিয়মিতই বাস শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেন। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, ‘মহাসড়ক অবরোধের বিষয়টি আমি শোনার পরই প্রক্টর দপ্তরের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম।’