এবার খেলাধুলা বন্ধের দাবি ওলামা লীগের

 বিডি নিউজ ৬৪: ‘বিতর্কিত’ কর্মকাণ্ডে নানা সময়ে আলোচিত-সমালোচিত আওয়ামী ওলামা লীগ এবার খেলাধুলা বন্ধের দাবি জানিয়েছে। শুধু তাই-ই নয়, ভারতীয় টিভি চ্যানেল, সিনেমা, নাটক, পর্নোগ্রাফি বন্ধেরও দাবি জানিয়েছে দলটি।

রোববার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলটির সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ ওই দাবি করেন।

শিক্ষা আইনকে ‘কুফরি’ উল্লেখ করে আবুল হাসান শেখ আরও বলেছেন, ‘নাস্তিক্যবাদী ও সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী পাঠ্যপুস্তক তথা শিক্ষা আইন-২০১৬ ও শিক্ষানীতি-২০১০ পাস করে বামষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।’

সরকারের উদ্দেশে আবুল হাসান বলেন, ‘ঈদের ছুটি ১০ দিন করতে হবে। ঈদকে পুঁজি করে বিশ হাজার কোটি টাকার ভারতীয় পোশাকবাণিজ্য বন্ধ করতে হবে। ’

বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ প্রসঙ্গে ওলামা লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এতে সরকার ধর্মনিরপেক্ষতার চেতনা ভূলুণ্ঠিত  করেছে।’

ধর্মীয় বৈষম্যের অভিযোগ এনে মাওলানা আবুল হাসান বলেন, ‘প্রস্তাবিত বাজেটে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ রেখে ধর্মনিরপেক্ষ চেতনার মূলে কুঠারাঘাত করা হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়কে বিশেষ প্রাধান্য দিয়ে সাম্প্রদায়িকতার চর্চা করা হচ্ছে।’

রমজানে সরকারের পক্ষ থেকে মসজিদে-মসজিদে ইফতারি ও ইফতারের সময় যানজটে আটকে পড়া মানুষকে ইফতারি দেয়ারও দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘মোসাদের সাথে জড়িত উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী ও গয়েশ্বরমার্কা হিন্দু এবং জামায়াত জোট এজেন্ট, যারা এদেশে আইএস সৃষ্টিসহ বিভিন্ন ষড়যন্ত্র করতে চায় তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে জাকাতের নামে লোকদেখানো ঘোষণা ও ভিড় এবং নিম্নমানের কাপড় নিষিদ্ধ করতে হবে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী ওলামা লীগের কার্যকরী সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ বিল্লাহ নাফেয়ী, জাতীয় কোরআন শিক্ষা মিশনের সভাপতি লায়ন মাওলানা মুহম্মদ আবু বকর ছিদ্দীক্ব, সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান চিশতী, বাংলাদেশ এতিমখানা কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *