শিক্ষার মানের ঘাটতি আছে, স্বীকার করলেন শিক্ষামন্ত্রী

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি শিক্ষার গুণগত মানের ঘাটতির কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারবেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা রয়েছে। সেটা সমাধানের চেষ্টা হচ্ছে। এছাড়া শিক্ষকদের ট্রেনিংয়ের একটা বিষয় আছে। এতে অর্থনৈতিক বিষয় জড়িত।’

সোমবার (১ জুন) সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অষ্টম শ্রেণি পর্যন্ত সংযুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে বিদ্যমান সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। যে অবস্থা আছে সেটা নিয়ে চলতে হবে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।’

সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি প্রতিবেদনে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কজন শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস কবে, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, নেপালের রাজধানী কী- এ জাতীয় কিছু প্রশ্নের ‘হাস্যকর’ উত্তর দেয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

কেউ কেউ প্রতিবেদনের পক্ষ নিয়ে বলছেন, ‘হায় শিক্ষা ব্যবস্থা’! আবার কেউ কেউ এর বিপক্ষেও বলছেন যে, প্রতিবেদনে বাছাই করে কজন শিক্ষার্থী নেয়া হয়েছে। এ কজন শিক্ষার্থী দিয়ে সবাইকে বিচার করা ঠিক না। এ প্লাস প্রাপ্তরা সবাই এত দুর্বল তাও না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *