জাপার ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

এসএম ফয়সল চিশতীকে সভাপতি ও বাহাউদ্দিন বাবুলকে সাধারণ সম্পাদক করে ১৬৫ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি (জাপা) ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ কমিটির অনুমোদন দেন।

রোববার দুপুর ২টায় জাপার চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ১৪ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এসএম ফয়সল চিশতীকে সভাপতি এবং বাহাউদ্দিন আহম্মেদ বাবুল সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল।

সদ্য ঘোষিত ১৬৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটির নেতারা হচ্ছেন- সভাপতি এসএম ফয়সল চিশতী, সহ-সভাপতি সুলতান আহম্মেদ সেলিম (পল্লবী), জাহাঙ্গীর আলম পাঠান (মিরপুর), মোস্তাফিজুর রহমান নাঈম (গুলশান), শামছুল হক (পল্লবী), হাজী সিরাজ  (তেজগাঁও), ইব্রাহিম খান (ক্যান্টনমেন্ট), মো. শহীদউল্যা বেপারী (খিলক্ষেত), মো. মজিবর রহমান (উত্তর খান), নজরুল ইসলাম (বাড্ডা), খলিলুর রহমান মোল্লা (রূপনগর), চৌধুরী গোলাম আহমেদ মিলু (বনানী), মো. আলী শেখ (খিলক্ষেত), মো. আলী বাবু (দক্ষিণ খান), কামরুল হুদা কাজল (পল্লবী), মো. হামিদ হাসান (দারুসসালাম), আশেকুল আমীন (উত্তরা), মো. নুরুল ইসলাম (ভাটারা), তারেক আদেল (বনানী), সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহম্মেদ বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন জিকু (তুরাগ), কাজী আবুল খায়ের (রামপুরা), নজরুল ইসলাম সরদার (খিলক্ষেত), মাহমুদ হাসান আলাল (উত্তর খান), হাজী কাইয়ুম (আদাবর), সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ (বাড্ডা), মো. মহিউদ্দিন তালুকদার মঞ্জু (উত্তরা), শরীফুল আলম সোহেল (উত্তরা), মাহফুজুর রহমান মোল্লা (শাহআলী), মো. আলমাছ উদ্দিন (দারুসসালাম), মো. মনিরুজ্জামান (ভাষানটেক), মো. আলাউদ্দিন আলাল (তুরাগ), সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সাত্তার (গুলশান), মোখলেছুর রহমান মঞ্জু (মিরপুর), শেখ মো. নাসিরউদ্দিন (রূপনগর), মো. আতাউর রহমান (ভাষানটেক), মো. মামুনুর রহমান (বনানী), বজলুল হক মৃধা (ভাটারা), হাজী বাবুল (গুলশান), সিরাজুল ইসলাম (ভাষানটেক), মো. ইসমাইল হোসেন (আদাবর), ফজলুল হক শিশির (দক্ষিণ খান), যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. হারুন পাটোয়ারী (শিল্পাঞ্চল), লোকমান হোসেন বেঙ্গল (ক্যান্টনমেন্ট), রাজ মো. ওমর ফারুক (শাহআলী), আশরাফুল হক শিবলী (শেরে বাংলানগর), মো. আবু সাঈদ (তুরাগ), অর্থ সম্পাদক মো. ঈসমাইল হোসেন (বিমানবন্দর), যুগ্ম অর্থ সম্পাদক মুকুল আমীন (কাফরুল), প্রচার সম্পাদক এসএম হাশেম (মোহাম্মদপুর), যুগ্ম-প্রচার সম্পাদক মো. আক্তারুজ্জামান মাসুম, দপ্তর সম্পাদক আনিস উর রহমান খোকন (বাড্ডা), যুগ্ম-দপ্তর সম্পাদক মো. আবদুল হান্নান (রামপুরা), কৃষিবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ম-কৃষিবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু (বাড্ডা), শ্রমবিষয়ক সম্পাদক মো. সালেহ (শিল্পাঞ্চল), যুগ্ম-শ্রমবিষয়ক সম্পাদক কাজী আবদুল আলী (খিলক্ষেত), তথ্য ও গবেষণা সম্পাদক মো. নাজমুল ইসলাম নয়ন (বিমানবন্দর), যুগ্ম-তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ (গুলশান), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন (শেরে বাংলানগর), যুগ্ম-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. স্বপন (রামপুরা), শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী কুদু (খিলক্ষেত), যুগ্ম- শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সোহেল খন্দকার (উত্তরা পূর্ব), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  ক্যাপ্টেন (অব.) শামছুল হক (ক্যান্টনমেন্ট), যুগ্ম-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম (ভাষানটেক), এনজিও বিষয়ক সম্পাদক- মো. আবদুল বারেক (তেজগাঁও), যুগ্ম-এনজিও বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) আক্তার (ক্যান্টনমেন্ট), ধর্মবিষয়ক সম্পাদক এসএম হারুন অর রশীদ (বাড্ডা), যুগ্ম-ধর্মবিষয়ক সম্পাদক মো. আক্কাস মেম্বর (তুরাগ), মহিলা বিষয়ক সম্পাদিকা লায়লা নূর (ক্যান্টনমেন্ট), যুগ্ম-মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া শিল্পী (রূপনগর), যুববিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবুল (উত্তরখান), যুগ্ম-যুববিষয়ক সম্পাদক মজিবর রহমান লিটন (উত্তরখান), সমাজ কল্যাণ সম্পাদক মোতাহার হোসেন সিদ্দিকী শাহীন (রূপনগর), যুগ্ম-সমাজ কল্যাণ সম্পাদক মবিন হোসেন কিশোর (খিলক্ষেত), স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু (পল্লবী), যুগ্ম-স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম খন্দকার (ক্যান্টনমেন্ট), সমবায় বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম লিপন (বাড্ডা), যুগ্ম-সমবায় বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম (দক্ষিণ বাড্ডা), শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা (ভাষানটেক), যুগ্ম-শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রিয়াজ (কাফরুল), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শান্তা ইসলাম, যুগ্ম-আইনবিষয়ক সম্পাদক ফজলুল হক ফজু (গুলশান), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মিন্টু শিকদার (ক্যান্টনমেন্ট), যুগ্ম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাহিদ (গুলশান)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *