বুধবার বাঁচা-মরার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২২ রানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। এর ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় গৌতম গম্ভীরের দল। দিল্লির ফিরোজ শাহ কোটলায় কেকেআর যখন হারের পথে, ঠিক তখনই মন খারাপ হয়ে যায় দলটির চিয়ারলিডারদের। এখানেই শেষ নয়, দলের হার মানতে না পারায় কেঁদে ফেলেন তারা। চিয়ারলিডারদের চোখের জল মন কেড়েছে কেকেআরের মালিক শাহরুখ খানের।
ম্যাচ শেষে চিয়ারলিডারদের জন্য টুইট করেন শাহরুখ। তিনি জানান, ‘সবসময় আমি আমার দলের ছেলেদের উৎসাহ দিয়ে থাকি, শুভেচ্ছা জানাই। কিন্তু এই মেয়েদেরকে নিয়ে কখনো কিছু বলি না যারা কিনা সবসময় নাইটদের হয়ে গলা ফাটায়। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। অনেক ধন্যবাদ তোমাদের।’
কেকেআরের হার নিয়ে হতাশ শাহরুখ। পাশাপাশি হায়দরাবাদকে শুভ কামনা জানিয়ে বলিউড বাদশার টুইট, ‘সত্যিই খুব খারাপ লাগছে। আপাতত পরের বছরের জন্য অপেক্ষা। ততদিন পর্যন্ত আমি ‘কেকেআর’। কখনও কখনও আমরা সেরাটা দিয়েও জিততে পারি না। হায়দরাবাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।’