সৌদিতে ওমরাহ হজযাত্রীর সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়েছে

সৌদি আরবে গত নভেম্বর থেকে শুরু হয়েছে ওমরাহ মৌসুম। ওমরাহ পালনের জন্য গত সাত মাসে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অর্ধ কোটি মানুষ দেশটিতে এসে পৌঁছেছেন। ওমরাহ পালনকারীদের এই সংখ্যা গতবছরের তুলনায় বেশি। বুধবার এক সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এক সৌদি দৈনিক।

দৈনিক আল মদিনা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ওমরাহ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কা এসে পৌঁছেছেন ৫০ লাখ ৪৭ হাজার ৮৮ জন ধর্মপ্রাণ মুসলিম। কেবল মিশর থেকেই এসেছে ১২ লাখ ৭ হাজার ৮৯১ জন। ওই দেশটি থেকে আরো ১০ লাখ ৭৭ হাজার ৭৬১ জনের সৌদি আসার কথা রয়েছে।

এছাড়া পাকিস্তান থেকে ৮ লাখ ৬৪ হাজার ৪০৯ জন এবং  তুরস্ক থেকে এসেছে ৬ লাখ ১১ হাজার ২৩৮ জন ওমরাহ হজযাত্রী। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়বে বলেই ধরে নেয়া হচ্ছে। কেননা এই দেশগুলো থেকে অনেকেই এখনো মক্কা এসে পৌঁছুতে পারেনি।

এবার সৌদিতে ওমরাহ হজযাত্রীদের সংখ্যা গত বছরের চাইতে অনেক বেশি। এ কারণে এই খাত থেকে রাজস্ব আয় বেশি হবে বলে আশা করা হচ্ছে। ২০১০ সালের শেষ নাগাদ এই খাত থেকে তাদের ২শ বিলিয়ন সৌদি রিয়েল  আয় করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ফলে হজ ও ওমরাহ মৌসুমকে ঘিরে দেশটির অধিক সংখ্যক নারী-পুরুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে। ২০৩০ সালে এই খাতে ৩০ হাজরের বেশি সৌদি নাগরিক কাজ করার সুযোগ পাবে বলেও আশা করছে কর্তৃপক্ষ। বর্তমানে হজ ও ওমরাহ মন্ত্রাণয়ের অধীনে ৫০টির বেশি ওমরাহ কোম্পানি কাজ করে থাকে। আরো প্রায় ১শ নতুন কোম্পানিকে লাইসেন্স দেয়ার পরিকল্পনা করছে ওই মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *