সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখলকৃত বাসা থেকে একটি বন্দুক ও পাঁচটি ককটেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরতলী বালুচরের ফোকাস ১৭৬ নম্বর থেকে বন্দুক ও ককটেলগুলো জব্দ করা হয় বলে বাংলামেইলকে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি।
তিনি জানান, এর আগে গত রোববার সন্ধ্যায় সিলেট শহরতলীর বালুচরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখলে থাকা একটি দ্বিতল বাসা দখলমুক্ত করা হয়। গত প্রায় ৮ মাস ধরে নিপু ওই বাসাটি দখল করে রেখেছিলেন।
বাসার মালিক ডা. মো. আজিজ মিয়া জানিয়েছেন, হিরণ মাহমুদ নিপু প্রায় ৮ মাস আগে তার বাসাটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু বাসায় ওঠার পর থেকে নিপু এক মাসেরও ভাড়া দেননি। ভাড়া চাইলে উল্টো হুমকি দেন নিপু।
এ অবস্থায় তিনি পুলিশের শরণাপন্ন হন। পুলিশের সহযোগিতায় রোববার সন্ধ্যায় বাসাটি দখলমুক্ত হয়। ওইদিন বাসায় অভিযান চালিয়ে পুলিশ ৪ রাউন্ড গুলি (কার্তুজ) জব্দ করেছিল।
প্রসঙ্গত, সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হামলার ঘটনায় করা মামলায় হিরণ মাহমুদ নিপু বর্তমানে কারাগারে আছেন।