বিডি নিউজ ৬৪: কয়েকটি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি ভিত্তিতে ৬০ লাখ মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া ৫৫ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানিসহ মোট সাতটি ক্রয় প্রস্তাব বুধবার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব ক্রয় প্রস্তাব অনুমোদন পায়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, রাশিয়া ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে চুক্তির আওতায় প্রথম লটে ৩০ হাজার মেট্রিকটন এমওপি সার আমদানির প্রস্তাবে সায় দিয়েছে ক্রয় কমিটি। রশিয়া থেকে প্রতি টন ২৩০ দশমিক ৩৭ ডলারে এমওপি (পটাশ সার) সার আমাদানিতে ব্যয় হবে ৫৪ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার টাকা।
মোস্তাফিজুর জানান, কানাডা থেকে প্রতি টন ২৩০ দশমিক ৩৮ মার্কিন ডলারে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির আরেকটি প্রস্তাব অনুমোদন পেয়েছে, এতে ব্যয় হবে ৫৪ কোটি ৫০ লাখ টাকা।
অতিরিক্ত সচিব জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জিটুজি ভিত্তিতে ৫৪ লাখ ৮৮ হাজার ৯০৪ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব প্রিমিয়ামসহ অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। একেক দেশের জন্য একেক প্রিমিয়াম (মূল্য) ঠিক হয়েছে। আমদানির সময় এই দরে হেরফের হবে।
পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে ১৩ লাখ ২২ হাজার ১১১ মেট্রিকটন গ্যাস ওয়েল, এক কোটি ৪১ লাখ ৮০৪ মেট্রিকটন জেট এ-১ ফুয়েল এবং ৬৫ হাজার ৯৮৯ মেট্রিকটন ফার্নেসওয়েল আমদানি করা হবে বলে জানান মোস্তাফিজুর।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল