সিদ্ধান্তটি গতকালই হয়েছিল। আজ কেবল আনুষ্ঠানিকতা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসানকে পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
একই প্রজ্ঞাপনে অধিদপ্তরের উপপরিচালক ও কর্মসূচি ব্যবস্থাপক মো. ফরিদ হোসেন মিঞাকে হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছিলেন, আমিনুল হাসান আর এই পদে থাকছেন না, এটি নিশ্চিত হয়ে গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল