প্রবল বৃষ্টিতে রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর, শাহজাহানপুর, মালিবাগ, মৌচাক, পল্টন ও ধানমন্ডি এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও ম্যানহোলের ঢাকনা সরে বিপদের হাতছানি তৈরি হয়েছে।
কংক্রিটে আচ্ছাদিত ঢাকা শহর থেকে প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বহু আগেই নষ্ট হয়ে গেছে। এখন কৃত্রিম ও প্রাকৃতিক ব্যবস্থাপনার মিশেলে হয় পানিনিষ্কাশন। এরও সর্বোচ্চ ব্যবহার হয় না। পানিনিষ্কাশনের পথগুলোর রক্ষণাবেক্ষণের কাজ হয় আংশিক। ফলে দীর্ঘ সময় ধরে চলা জলাবদ্ধতা সমস্যারও সমাধান হয় না। গতকাল মঙ্গলবারের বৃষ্টিতেও এই সমস্যা দেখা গেছে। ঢাকা শহরের বিভিন্ন অংশ কয়েক ঘণ্টা ডুবে থেকেছে পানিতে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
টানা বৃষ্টিতে রাজধানীর এসব সড়কে হাঁটুপানি জমেছে। এতে যানবাহন না পেয়ে হেঁটে বাড়ি ফেরা মানুষজনের পাশাপাশি সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। এছাড়া সড়কে বিভিন্ন খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন এলাকায় গর্ত তৈরি হওয়ায় যানবাহনগুলো স্বাভাবিক গতি পাচ্ছে না। ফলে রাজধানীর সড়কে অনেক রাতেও লোকজনের ভিড় দেখা গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল