বিডি নিউজ ৬৪: পেশাগত দায়িত্ব পালনের সময় এটিএন নিউজের স্টাফ রিপোর্টার ঈসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিমকে মারধর ও নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধা সাংবাদিক সমাজের উদ্যোগে গাইবান্ধা জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়াসহ সকল ক্যামেরাপরসন অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের উপদেষ্টা গোবিন্দ লাল দাস, সহ-সভাপতি দিপক কুমার পাল, আমিতাভ দাশ হিমুন, সময় টিভির স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, বাংলা ভিশনের আতিক বাবু, ৭১ টিভির শামিম আল সাম্য, প্রথম আলোর শাহাবুল শাহীন তোতা, প্রতিপক্ষ পত্রিকার নির্বাহী সম্পাদক রেজাউন্নবী রাজু, বৈশাখি টিভির এসএম বিপ্লব, জনতার মিলন খন্দকার, সাংবাদিক আবদুল হাই খাজা ও সিপিবি নেতা মিহির ঘোষ প্রমুখ।
বক্তারা অবিলম্বে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এছাড়া সারাদেশে সাংবাদিক নির্যাতন-হামলা, মামলা ও হয়রানি বন্ধের দাবিও জানানো হয়।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাহবাগ থানা এলাকায় পুলিশী নির্যাতনের শিকার হন এটিএন নিউজের রিপোর্টার ঈসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলীম।
হরতালের শেষ মুহূর্তে পুলিশ কয়েকজনকে আটক করে। আটকদের ছবি নিতে গেলে ওই দুই সাংবাদিককে মারধর করে ১৫-২০ পুলিশ সদস্য। ওই ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে ইতোমধ্যে এএসআই এরশাদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল