বিডি নিউজ ৬৪: কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের এক মানসিক প্রতিবন্ধি তরুনীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক অহিদুর রহমানকে গ্রেফতারপূর্বক গত মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিচারক তাকে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করেছে।
জানা যায়, নোয়াকান্দি গ্রামের মানসিক প্রতিবন্ধি (২২) গত ২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় পাঁচপুকুরিয়া বাজারে পল্লী চিকিৎসক অহিদুর রহমানের দোকানের আশ-পাশে ঘুরতে থাকে। তখন ওই প্রতিবন্ধি তরুনী একা থাকার সুযোগে চিকিৎসক তাকে ফুঁসলিয়ে দোকানের পেছনের রুমে নিয়ে ধর্ষণ করে। পরে সে বাড়ী এসে বিষয়টি তার মাকে জানায়।
পরদিন ধর্ষিতার মা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করে বিচার চায়। এ নিয়ে স্থানীয়রা কোন উদ্যোগ না নেওয়ায় সোমবার রাতে ধর্ষিতার মা মুরাদনগর থানায় এসে লিখিত অভিযোগ করে।
এ ব্যাপারে মামলা হলে মঙ্গলবার ভোরে একদল পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক চিকিৎসক অহিদুর রহমানকে পাঁচপুকুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। দুপুরে ধর্ষিতাকে পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করে।
একই সময়ে ধর্ষক চিকিৎসক অহিদুর রহমানকে কোর্ট হাজতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক আবেদন না মঞ্জুর করে তাকে জেল-হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল