বিডি নিউজ ৬৪: পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ উদ্যোগে ‘স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড’ বাজারে আনল অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ জেলটা মিলেনিয়াম কিউ-১০০ মডেলের আলট্রা স্লিম স্মার্টফোন।
ডুয়েল সিমের অত্যাধুনিক মডেলের ৫ ইঞ্চি স্ক্রিনের এই স্মার্টফোনটির ডিসপ্লে-এইচডি অনসেল আইপিএস প্রযুক্তির।
অ্যানড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেটটিতে রয়েছে ১.৩ গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর, ৮ মেগা পিক্সেল রেয়ার অটোফোকাস ও ২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ২০০০এমএএইচ লিয়ন ব্যাটারি, ১ জিবি র্যাম ও ৮জিবি রম (এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত) প্রভৃতি।
এই স্মার্ট ফোনটির বিশেষ বৈশিষ্ট হলো- হ্যান্ডসেটটি আলট্রা স্লিম।
এক বছরের ওয়ারেন্টিতে বিনামূল্যে ফ্লিপ কভারসহ এ স্মার্ট ফোনটি পাওয়া যাচ্ছে সারা দেশে। আরো বিস্তারিত জানা যাবে ০৯৬১১৮০৮০৮০ হটলাইন নম্বরে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল