বিডি নিউজ ৬৪: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে কর ফাঁকির প্রবণতা একটি আন্তর্জাতিক সমস্যা। তিনি বলেন, আমাদের দেশে ঠিক কত হারে এ ধরনের কর ফাঁকি দেয়া হয়ে থাকে তা নিরূপণ করা দুরহ।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে দশম জাতীয় সংসদের একাদশ ( বাজেট) অধিবেশনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে এ জবাব দেন।
তিনি বলেন, বর্তমান পেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুরনো দ্বৈতকর পরিহার করে পুনর্বিবেচনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া এ সংক্রান্ত আইন ও বিধি বিধান হালনাগাদ প্রচেষ্টার অংশ হিসেবে ২০১২ সালে ট্রান্সফার প্রাইসিং আইন আয়কর আইনে সংযোজন করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ট্রান্সফার প্রাইসিংয়ের অপব্যবহার বন্ধ ও আন্তঃসীমান্ত কর ফাঁকি রোধের বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনা করে ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডে একটি স্বতস্ত্র ট্রান্সফার প্রাইসিং ইউনট গঠনের প্রস্তাবনা করা হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কৃষকদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা কমানোসহ বকেয়া ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংক কতিপয় উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্দেশ্যে ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ এবং ঋণ বিভাগ দুটি পৃথক সার্কুলার জারি করা হয়েছে।
এছাড়া বকেয়া ঋণ আদায়ের মাধ্যমে নিয়মিতকরণের ব্যবস্থাকরণ, কৃষি ঋন আদায়ে তদারকি জোরদারকরণেএবং প্রয়োজনে আলাদা আদায় সেল/ইউনিট গঠন করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল