ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

বিডি নিউজ ৬৪: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহীদের এক মতবিনিময় সভা গত শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহ্সানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সামীম মোহাম্মদ আফজাল। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, বিভাগীয় প্রধান, জোন প্রধান ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ এতে উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ সরকারসহ সকল নিয়ন্ত্রক সংস্থা ও ইসলামী শরিয়াহ নীতিমালা পরিপালনে বদ্ধপরিকর। এ ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদান রাখছে।

ইসলামী ব্যাংকের কল্যণমুখী কার্যক্রম আরো গণমুখি করতে তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *